শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

অণুগল্প -- সোমনাথ বেনিয়া

সাপ  পাখি 


বরুণের শখ বলতে ছবি তোলা। সে পাখি আর সাপের ছবি তুলতে ভালোবাসে। তাই কোথাও গেলে সব সময় ক্যামেরা রেডি। কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পেলেও সাপেদের দেখা ভার। তাদের গোপন জায়গা থেকে বেরিয়ে এসে চোখে না পড়লে তো হবে না। আর কে কোথায় লুকিয়ে আছে তাকে খুঁজে তার ছবি তোলা বিষয়টি হাস্যকর। 

গল্পকার সোমনাথ বেনিয়া

 
একদিন দুপুরে খাওয়া-দাওয়ার পর বরুণ বারান্দায় পায়চারি করছে। দেখে, বাগানের পাঁচিলের উপর লম্বা কী যেন শুয়ে আছে। ভালো করে দেখে চিন্তে পারে ওটা একটি চন্দ্রবোড়া সাপ। সঙ্গে-সঙ্গে সে ক্যামেরা এনে তার ছবি তুলতে লাগলো। সাপটি নড়তে পারছে না কারণ সে কিছু একটা বড়ো জিনিস গলাধঃকরণ করেছে। তার ভারে কাত হয়ে আছে। বরুণ আর কাছে গেল। ভাবছে এক ছোবলে ছবি। কী সুন্দর অথচ কী ভয়ানক! চোখের দিকে তাকালেই শরীর নীল হয়ে যাচ্ছে।  


সে জানে বিষ তাকেও গিলেছে। সেও নিজের কাছে দিন দিন ভারি হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে কেমো নিতে হবে ভেবে পুনরায় ক্যামেরার লেন্সে চোখ রাখলে সে দেখতে পায় ঠিক তার মতো একটি পাখি উড়ে যাচ্ছে ...






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...