বিকেল কিংবা তুমি
মাসুদুল হক
ক
এই একটা বিকেলে এসে দাঁড়াতে
অসংখ্য বিকেল পেরিয়ে আসতে হয়েছে!
কতো বিকেল শুয়ে আছে আমার হৃদয়ের কন্দরে
ছাতিম গাছের ছায়া, হালকা মেঘের আলো
রিক্সায় বসা দুজন
দেখছে শুধু কাক,পেছনে বন্ধুর ছায়া, আলৌকিক নেকাবে ঢাকা আমাদের মুখ
সবই আছে বিকেলগুলোর গভীরে!
এই একটা বিকেলে এসে দাঁড়াতে
অসংখ্য বিকেল পেরিয়ে আসতে হয়েছে তোমার কাছে
খ
বিকেল একটা মুহূর্ত
বিকেল একটা স্থান
বিকেল একটা বয়স
বিকেল একটা স্বপ্ন
অথচ বিকেলের মুখোশ খুলে বসে আছো তুমি
স্নিগ্ধ আলোরাঙা মুখে আসলে তুমিই বিকেল!
গ
আমি হৃদয় ভর্তি বিকেল নিয়ে ঘুরে বেড়াই
এক বিকেলে সন্ধ্যা নদীর জলে
আয়না ভেসে ওঠে যদি
সেই বিকেলে হৃদয় খুলে দেখিয়ে দেব
তোমার ছবি
কেমন করে আমার ভেতর বিকেল হয়ে
গড়িয়ে গেছে সন্ধ্যা নদী!
ঘর
মানিক সাহা
ক
আমিই কি ভুল করে দরজা খুলে গেছি
তোমার ঘর অনভ্যস্ত জলে ভরে গেছে
দু'হাত দিয়ে ছেঁকেও তুমি
জল সরাতে পারছো না।
খ
শরীরটি ধীরে ধীরে উবে যাচ্ছে
তুমি গুপ্তচর ছড়িয়ে দিয়েছো চারপাশে
খুঁজতে চাইছো উবে যাওয়া স্থূল অবশেষ
পাখি হয়তো ডাকছে কোনখানে, শোনা যাচ্ছে,
দেখা যাচ্ছে না।
গ
যে জানলায় কোন পর্দা নেই
সেই জানলায় কেউ উঁকি দেয়না
ঘরের ভিতর ও বাহির ক্রমশ এক হয়ে যায়
পর্দাবিহীন ঘর বসবাস অযোগ্য হয়ে ওঠে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন