শনিবার, ৭ মার্চ, ২০২০

সম্পাদকের কথা



কী লিখি! আমরা এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সাদাকে সাদা আর কালোকে কালো বলতে ভয় পাচ্ছি। দেশজুড়েই এক আতঙ্কের পরিবেশ আসলে আমাদের ভয় দেখিয়ে কন্ঠ রোধ করার চেষ্টা চলছে।  লিটিল ম্যাগাজিন  কখনই কারও তাঁবেদারি করেনি।
তবু বলতে হচ্ছে সারাদিন সবার  মুখে মুখে  তার বিস্তারের পরিধি  মাপা।  এদিকে আমাদের ' বসন্ত উৎসব ' এ সাজো সাজো ব্যাপার।   সংস্কৃতির  অপভ্রংশ ... কিছু না কিছু করে ভাইরাল হওয়া।   এই যে মানুষ  প্রতিমুহূর্তে  মাস্ক পড়ছে  শরীরে  মনে। তারপরেও আমরা  চাইছি মাস্ক খুলে  আমরা সবাই একদিন একসাথে   গাইব " রঙ যেন মোর মর্মে লাগে  / আমার সকল কর্মে লাগে " -  কিছু ভালো  করবো।
 " শব্দ বাউল " যে ইস্তেহারের  স্বপ্ন নিয়ে এগিয়ে  চলছে আজ সম্পাদকের দুর্ঘটনায় তা কী করে থেমে থাকে।  কোনো ম্যাগাজিন  কোনো সম্পাদকের একার তো না, সাহিত্যের প্রতিটি  মানুষ ও পাঠকেরও। আর তাই সবাই মিলে সে দায়িত্ব  নিয়ে "শব্দ বাউল  " অনলাইন  ম্যাগাজিন  "তোর্ষা সাহিত্য সংস্থা"র আয়োজিত ৭/৮ মার্চ কোচবিহার  লিটিল ম্যাগাজিন মেলাকে সামনে রেখে এই সংখ্যার প্রকাশ হল...
৷৷৷ 

         

                                         মীনাক্ষী মুুখোপাধ্যায় 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...