মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

অণুগল্প - সোমনাথ বেনিয়া


বিড়া                     

ক‍্যাটস আই মানে বিড়ালের চোখ। জ‍্যোতিষ মতে বৈদূর্য মণি। এই পাথর যে জাতক বা জাতিকা ধারণ করে তার মানসিক এবং শারীরিক দু-দিক থেকেই প্রভূত উন্নতি হয়। বিকাশ এই সব ভেবে একটি ক‍্যাটস আই পাথর আংটিতে কড়ে আঙুলে পড়েছিল কিন্তু কড়ে আঙুলটি তার শরীরে গঠন অনুসারে বড্ড সরু। তাই থেকে-থেকে খুলে যায়। দু-একবার বাথরুমে স্নান করার সময় খুলে পড়ে গিয়েছে। যাই হোক বাথরুমে পড়ায় সে যাত্রাগুলোতে সে আংটি খুঁজে পায়।      একদিন অনুষ্ঠান বাড়িত যাবে বলে সে আগেভাগে তৈরি হয়ে বাড়ির বাইরে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে অন‍্যদের জন‍্য অপেক্ষা করতে থাকে। এমন সময় একটি বিড়াল কোথা থেকে তার সামনে চলে আসায় সে হাওয়াতে বিড়ালটিকে লক্ষ‍্য করে হাত চালায় এবং আংটি আঙুল থেকে খুলে ঝপাং করে পাশের ড্রেনে পড়ে যায়। ড্রেনের দিকে একবার তাকিয়ে আংটি দেখতে না পেয়ে সে এমনভাবে নির্লিপ্ত থাকে যেন এটা হ‌ওয়ার ছিল এবং হয়েছে। ঘটনাটি শুধু তার মাকে জানালো। পরের দিন পুরসভার সাফাই কর্মীরা ড্রেন পরিস্কার করতে এলে বিকাশের মা তাদের এক-শো টাকার বিনিময়ে আংটিটি খুঁজে দিতে বলে এবং তারা সেটা খুঁজে দেয়। সব কথা বলে বিকাশকে আংটিটি দিয়ে সাবধানে পড়ে থাকতে বলে।      কিন্তু বিড়াল দেখলে বিকাশ যে ভয় পায় এই ব‍্যাপারে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে ...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...