শুভ নববর্ষের শুভেচ্ছা
শরীর-মন দুটোই
ভালো নেই।
ঘরবন্দী। লকডাউন।
যতবার খবরে চোখ
রাখছি
একটা ভয়ে বার
বার কেঁপে
কেঁপে উঠছি।
তবু ভরসা রাখি
এই দুঃসময়
কেটে যাবেই।
আমি আপনাদের কাছে
কৃতজ্ঞ।
আমার অসুস্থতার দিনগুলি
আপনাদের সান্নিধ্যে
ও ভালোবাসায় ধীরে
ধীরে সুস্থতার
দিকে যাচ্ছি।
আমার অসুস্থতার কারনে
গত মাসের
শব্দ-বাউল
(মার্চ সংখ্যা)-র প্রকাশ
হয়তো বন্ধই হয়ে
যেতো
আপনাদের পাশে না পেলে আর
সুবীরদা (সরকার)-র
উৎসাহে বন্ধু মীনাক্ষী মুখোপাধ্যায়
নিজে উদ্যোগী
হয়ে
যদিনা
শব্দ-বাউল
সম্পাদনা করতো।
কাউকেই ধন্যবাদ দিয়ে
ছোট করছি
না।
শুধু এইটুকুই বুজতে
পারছি যে
শব্দ-বাউল
একা নয়
একটি সমষ্টিগত উদ্যোগ। সকলেই
ভালো থাকবেন।
সাবধানে থাকবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন