বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- মনোজ পাইন


স্মৃতির গ্রাম



ভাবছি কীভাবে মায়ের কাছে ফেরা যায়!
ভাবছি কীভাবে  স্মৃতির দুয়ারে দাঁড়াবো!

অন্ধবাউল যেভাবে গানে সুর খেলায়
অভ্যস্ত আচমনে যেভাবে শুরু হয় পুজাপাঠ
সেভাবেই কি ফেরা যায় ফেলে আসা গ্রামে?

নাবাল জমির আলপথে মুথাঘাস পায়ে চেপে
এবার ফেরার সুরে মন রেখেছি।নিভৃত নিড়ানে
অভ্যস্ত চাষের জমিতে এখন মন রেখেছি তাই

কবিতায় -- দেবশ্রী রায়



উপসংহার 




জল জীবনের কথা লিখি
পাখি পর্বত কুয়াশার কথা লিখি
অভিমানে সরে যাওয়া নদীর কথা লিখি
মধ্যরাতে নির্জন পথপ্রান্তে দাঁড়িয়ে থাকা 
সঙ্গীহীন গাছের মত
নিজের একাকিেত্বর কথা লিখি
দীর্ঘ রাত চুরি করে এই প্রথম এবং শেষবার 
তোমার কথা লিখছি-

সূক্ষ সূক্ষতায় গড়ে উঠেছিল যে
অনুরাগের গভীরতা
তাতে যতবার প্রিয় নাম ধরে ডেকেছিলে
ততবার খুঁজে পেয়েছি 
আত্মমগ্নতার অমোঘ নির্মাণ
শব্দের স্রোত ভেঙ্গে শুধু পুণ্যস্লোক জপেছি
আত্মমিলনের সন্ধিক্ষণে
তোমার হৃদস্পন্দনের তীব্র কোলাহলে
অশ্রুত থেকে গেছে সে সব,
স্বপ্নবীজ বহন করে তুমি হেঁটে গেছ পতিত জমি
একই ভাবে আজও খুঁজে চলেছ অন্য কোথাও 
মৃত্শিল্পের কারুকার্য

প্রাচীন হয়েছে শরীর 
স্তব্ধ হয়েছে তন্ময়তার ঢেউ 

হাওয়ায় হাওয়ায় রয়ে গেছে যে বসন্তের মায়া 
শূন্যতা জড়ো করে
তার কাছেই নগ্ন পড়ে থাকি
মনের গভীরে জমে আছে যত স্মৃতিজল
আজও তার গর্জনে পাখির মত 
ভিজে উঠি

কবিতায় -- সঙ্গীতা পাল


ফ্যান্টাসি -১ 


তোমাকে দেখাতে পারিনি তোর্ষার ভাঙন,
সি, সি লাইনের ওপাড়ে নিয়ে যেতে পারিনি,
বানিয়ার চরে কখনো একসাথে সময় কাটাইনি,
চিলাপাতার ভেতর  জঙ্গল সাফারি করিনি আমরা,
অথচ আমাদের সরল রেখাপথের এতগুলো বছর
বৃষ্টি ভেজা সকালে জড়িয়ে ধরে,
বৃষ্টিকে একসাথে মেখেছি বহুবার

আজকাল তোমার ঘামের গন্ধ পাইনা
পারফিউমের উগ্রতা মাখি সঙ্গমে

সুখ-পাখিটিকে বিদায় জানিয়েছি কয়েকমাস
দু: গুলোকে আলমারির ভাজে জমা করেছি 

আমাদের গন্তব্য নেইশ্যাওলার মতো ভাসছি তাই
এটাও একধরণের ফ্যান্টাসি নিয়ে যাপন বলো!

কবিতায় -- বিনীতা সরকার


যদি ভালবাসা ফিরে পাই 


যদি ভালবাসা ফিরে পাই 
রামধনুর সাত রঙে দু'চোখ নেবো ভরে  
খুলে দেব এলো চুল 

যদি ভালবাসা ফিরে পাই 
সিঁদুরে লাল মেঘে আকাশ দেব রাঙিয়ে 
ভুলে যাব চৈত্রদিন 

যদি ভালবাসা ফিরে পাই 
সাগরের সব নীল এক করে 
তোমার বুকের সাগরে দেব মিশিয়ে 

যদি ভালবাসা ফিরে পাই 
পাহাড়ি ঝর্ণার মতো কলকল বয়ে যাব 
চোখের নদীতে দেব উঁচু বাঁধ 

যদি ভালবাসা ফিরে পাই 
সহস্র বছরের বিরহ ব্যথা 
ভুলে যাব লহমায় 
 আর পেছন ফিরে চাইব না 

যদি ভালবাসা ফিরে পাই 
হাতড়ে বেড়াব না গ্রহ নক্ষএ 
এক নিভৃত কুটিরে কাটবো জীবন 

যদি ভালবাসা ফিরে পাই 
চাঁদ হব আকাশের গায় 
লিখে যাব অমর কবিতা প্রেমের 

যদি ভালবাসা ফিরে পাই 
দীর্ঘ শীতল রাতের বুকে 
উষ্ণ প্রশ্বাস হব 

যদি ভালবাসা ফিরে পাই 
পরে নেব শেকল আপন পায় 
হব বন্দিনী আজীবনের 

যদি ভালবাসা ফিরে পাই 
সুদীর্ঘ জীবন পথের 
অবিশ্রান্ত পথিক হব 
নিজ হাতে গড়ে নেব পৃথিবী

কবিতায় -- অর্পিতা রায়




মনে রেখো


তুমি মনে রেখো বন্ধুত্বের দেওয়াল ভেঙে
আবেগ গুলোর হাতছানি
তুমি মনে রেখো অল্প কথার গল্প সুখ আর
দু ফোটা চোখের জল
তোমার বৃষ্টিভেজা তেপান্তরের মাঠ
আর আমার ঘর বন্দী জানালার ঘোলা কাঁচ!
তুমি মনে রেখো সারি সারি ল্যাম্পপোষ্ট, নির্জন রাস্তা
হাতে হাত রাখা
তোমার বুকের ভেতর জ্বলে ওঠা
হাজার নক্ষত্রের উজ্জ্বলতা
তুমি মনে রেখো এক পশলা অভিমান,
নিতান্তই একটা ভালোবাসার গল্প

আজ সেসব বিবর্ণ স্মৃতির কারাগার
তবুও তুমি মনে রেখো
অনেকটা পথ চলতে গিয়ে
আবার দেখা হবে তোমার-আমার

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...