বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- উদয় সাহা



ঘুমলীন


উর্বর চাঁদের তলদেশে উল্টোমুখ করা
আমার বাবার সাতদিনের হোটেল

এখন শীর্ণ বাতাসে সস্তা শ্রমের মেঠো গন্ধ
আমাদের হাতে কলম অথবা মাটি
সামান্য বিরতির পর আবার ছুটে চলা...

উঠোনের পেয়ারাপাতা সরালে উঠে আসে
সিংহাসনের ষোলকলা
বর্গি বৃত্তান্ত

এখন শীত ---
হোলসেলে কিনে আনছি কোরেক্স ৫০ মিলি
গভীর রাত
সাবলীল অপেরার বাঁশি

আমরা সবাই নদীর রাজা     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...