উর্বর চাঁদের তলদেশে উল্টোমুখ করা
আমার বাবার সাতদিনের হোটেল
এখন শীর্ণ বাতাসে সস্তা শ্রমের মেঠো গন্ধ
আমাদের হাতে কলম অথবা মাটি
সামান্য বিরতির পর আবার ছুটে চলা...
উঠোনের পেয়ারাপাতা সরালে উঠে আসে
সিংহাসনের ষোলকলা
বর্গি বৃত্তান্ত
এখন শীত ---
হোলসেলে কিনে আনছি কোরেক্স ৫০ মিলি
গভীর রাত
সাবলীল অপেরার বাঁশি
আমরা সবাই নদীর রাজা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন