দিন রাত্রির আবর্তনের কক্ষপথ থেকে
যদি ছিটকে বেরিয়ে যাই
পৃথিবীর
সকল বন্ধন ছিন্ন করে
বিবাগী হই যদি কোনদিন
তবুও একজন নারীর জন্য মন কেমন করবে।
ফুল ও পতঙ্গের সমীকরণে ছিন্নভিন্ন হয়েছে সে,
যার নাভিমূল থেকে নির্গত স্বেদ
ধূমায়িত
করেছে পৃথিবী
যার বক্ষস্থল থেকে উৎসারিত সুধা
আমাকে এক অলোকতরঙ্গে ভাসিয়ে রেখেছে,
শুধু তার কথা ভাবি।
সে শুধুমাত্র আমারই জন্য
আজীবন রমণীয়া হয়ে উঠেছে
আমি বার বার মুগ্ধতা নিয়ে ফিরে আসব তার কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন