বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- সঙ্গীতা পাল


ফ্যান্টাসি -১ 


তোমাকে দেখাতে পারিনি তোর্ষার ভাঙন,
সি, সি লাইনের ওপাড়ে নিয়ে যেতে পারিনি,
বানিয়ার চরে কখনো একসাথে সময় কাটাইনি,
চিলাপাতার ভেতর  জঙ্গল সাফারি করিনি আমরা,
অথচ আমাদের সরল রেখাপথের এতগুলো বছর
বৃষ্টি ভেজা সকালে জড়িয়ে ধরে,
বৃষ্টিকে একসাথে মেখেছি বহুবার

আজকাল তোমার ঘামের গন্ধ পাইনা
পারফিউমের উগ্রতা মাখি সঙ্গমে

সুখ-পাখিটিকে বিদায় জানিয়েছি কয়েকমাস
দু: গুলোকে আলমারির ভাজে জমা করেছি 

আমাদের গন্তব্য নেইশ্যাওলার মতো ভাসছি তাই
এটাও একধরণের ফ্যান্টাসি নিয়ে যাপন বলো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...