বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- দেবশ্রী রায়



উপসংহার 




জল জীবনের কথা লিখি
পাখি পর্বত কুয়াশার কথা লিখি
অভিমানে সরে যাওয়া নদীর কথা লিখি
মধ্যরাতে নির্জন পথপ্রান্তে দাঁড়িয়ে থাকা 
সঙ্গীহীন গাছের মত
নিজের একাকিেত্বর কথা লিখি
দীর্ঘ রাত চুরি করে এই প্রথম এবং শেষবার 
তোমার কথা লিখছি-

সূক্ষ সূক্ষতায় গড়ে উঠেছিল যে
অনুরাগের গভীরতা
তাতে যতবার প্রিয় নাম ধরে ডেকেছিলে
ততবার খুঁজে পেয়েছি 
আত্মমগ্নতার অমোঘ নির্মাণ
শব্দের স্রোত ভেঙ্গে শুধু পুণ্যস্লোক জপেছি
আত্মমিলনের সন্ধিক্ষণে
তোমার হৃদস্পন্দনের তীব্র কোলাহলে
অশ্রুত থেকে গেছে সে সব,
স্বপ্নবীজ বহন করে তুমি হেঁটে গেছ পতিত জমি
একই ভাবে আজও খুঁজে চলেছ অন্য কোথাও 
মৃত্শিল্পের কারুকার্য

প্রাচীন হয়েছে শরীর 
স্তব্ধ হয়েছে তন্ময়তার ঢেউ 

হাওয়ায় হাওয়ায় রয়ে গেছে যে বসন্তের মায়া 
শূন্যতা জড়ো করে
তার কাছেই নগ্ন পড়ে থাকি
মনের গভীরে জমে আছে যত স্মৃতিজল
আজও তার গর্জনে পাখির মত 
ভিজে উঠি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...