বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- বিনীতা সরকার


যদি ভালবাসা ফিরে পাই 


যদি ভালবাসা ফিরে পাই 
রামধনুর সাত রঙে দু'চোখ নেবো ভরে  
খুলে দেব এলো চুল 

যদি ভালবাসা ফিরে পাই 
সিঁদুরে লাল মেঘে আকাশ দেব রাঙিয়ে 
ভুলে যাব চৈত্রদিন 

যদি ভালবাসা ফিরে পাই 
সাগরের সব নীল এক করে 
তোমার বুকের সাগরে দেব মিশিয়ে 

যদি ভালবাসা ফিরে পাই 
পাহাড়ি ঝর্ণার মতো কলকল বয়ে যাব 
চোখের নদীতে দেব উঁচু বাঁধ 

যদি ভালবাসা ফিরে পাই 
সহস্র বছরের বিরহ ব্যথা 
ভুলে যাব লহমায় 
 আর পেছন ফিরে চাইব না 

যদি ভালবাসা ফিরে পাই 
হাতড়ে বেড়াব না গ্রহ নক্ষএ 
এক নিভৃত কুটিরে কাটবো জীবন 

যদি ভালবাসা ফিরে পাই 
চাঁদ হব আকাশের গায় 
লিখে যাব অমর কবিতা প্রেমের 

যদি ভালবাসা ফিরে পাই 
দীর্ঘ শীতল রাতের বুকে 
উষ্ণ প্রশ্বাস হব 

যদি ভালবাসা ফিরে পাই 
পরে নেব শেকল আপন পায় 
হব বন্দিনী আজীবনের 

যদি ভালবাসা ফিরে পাই 
সুদীর্ঘ জীবন পথের 
অবিশ্রান্ত পথিক হব 
নিজ হাতে গড়ে নেব পৃথিবী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...