বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- মনোজ পাইন


স্মৃতির গ্রাম



ভাবছি কীভাবে মায়ের কাছে ফেরা যায়!
ভাবছি কীভাবে  স্মৃতির দুয়ারে দাঁড়াবো!

অন্ধবাউল যেভাবে গানে সুর খেলায়
অভ্যস্ত আচমনে যেভাবে শুরু হয় পুজাপাঠ
সেভাবেই কি ফেরা যায় ফেলে আসা গ্রামে?

নাবাল জমির আলপথে মুথাঘাস পায়ে চেপে
এবার ফেরার সুরে মন রেখেছি।নিভৃত নিড়ানে
অভ্যস্ত চাষের জমিতে এখন মন রেখেছি তাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...