বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- নিশীথ কুমার সেন


কাচ



তোমার জীবন্ত হিমোগ্লোবিন শুয়ে
আছে আগলা কাঁচে
 আমার কোন প্রতিবিম্ব নেই
 তাই হয়তো ব্লাড গ্রুপ
      মাইক্রোস্কোপে ধরা পড়ে না
কিন্তু ধমনীতে ঘুরে বেড়ানো ভাঙা কাঁচের
গুড়ো গুলো  হীরের ধারালো প্রান্তের
চেয়ে যন্ত্রণাদায়ক
না ভেঙে আলাদা করে আমাদের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...