রৌদ্রের গান
ভয় পেয়ে গেছি, শেফালী তোমার নাম হতে পারে
শীত সফর এরকম তাই, অনেক বনজ্ গন্ধ রক্ত-মাংসে পড়ায়
আমি ভালোবাসি বলে সুদূর ঝর্ণার জল
পাহাড়িয়া গতিপথ তুলে রাখে খরতর তীব্রতায়,
তোমার নাম প্রায়শই ভুল হয়,
রৌদ্রের
গান ব্যস্ত নদীটির তীর বদলায়
যেমন ভালোবাসা, শুয়োপোকা থেকে
প্রজাপতি
জানালার শার্সি ভাঙ্গে
নীল মাখে
নীল খায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন