বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- বেণু সরকার


ভুলে থাকা


বিদায় নিয়েছো শান্তি কবেকার মাঠ থেকে 
স্কুলের পুরোনো মাঠ একশো  বছর 
ফিরে কি আসবে না জমির আল পার হয়ে?
তুমি জানো, থাকার ক্ষমতা নেই ভদ্রাসনে

কবে সেই সকাল দুপুরে ছিল পারুলের স্কুলব্যাগ-
ছিনতাই করে কবে নিয়েছিল মিষ্টি ছাত্র এক অমল;
সে কথা পুরোনো আজ, সেন্টার ফরোয়ার্ড বল নিয়ে 
একেবারে গোল। পারুলের স্মৃতি আছে -- শান্তি 
কোথায় গেছে কেউ জানে? ঢেউ টিন কাঠের দেওয়াল 
আছে-- দূরতম  নক্ষত্রের কাছে গেছেন  রূপবতী ছাত্রীটি --
সোনার মোড়কে  ছিল ঘটিহাতা ফ্রকের সুষমা

প্রতিযোগিতার ভিড়ে সব গেছে-- হারিয়েছি যন্ত্রনা 
ব্যাগ হারানোর। এখন আমরা আছি আমরণ
অনশনে যতদিন শোকতাপ ভুলে থাকতে পারি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...