বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- অর্পিতা রায়




মনে রেখো


তুমি মনে রেখো বন্ধুত্বের দেওয়াল ভেঙে
আবেগ গুলোর হাতছানি
তুমি মনে রেখো অল্প কথার গল্প সুখ আর
দু ফোটা চোখের জল
তোমার বৃষ্টিভেজা তেপান্তরের মাঠ
আর আমার ঘর বন্দী জানালার ঘোলা কাঁচ!
তুমি মনে রেখো সারি সারি ল্যাম্পপোষ্ট, নির্জন রাস্তা
হাতে হাত রাখা
তোমার বুকের ভেতর জ্বলে ওঠা
হাজার নক্ষত্রের উজ্জ্বলতা
তুমি মনে রেখো এক পশলা অভিমান,
নিতান্তই একটা ভালোবাসার গল্প

আজ সেসব বিবর্ণ স্মৃতির কারাগার
তবুও তুমি মনে রেখো
অনেকটা পথ চলতে গিয়ে
আবার দেখা হবে তোমার-আমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...