বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- সুমিত পতি



চিরায়ত


নিষিদ্ধ অক্ষরের গায়ে ঝুঁকে থাকা বর্ণমালার বহুরূপ সমাহার
উদাত্ত ভালোবাসার কাটাকুটি খেলায় মেলে ধরে বিষাদ দিন
মন নিয়ে দোলাচল চাতকের হা-হুতাশ বৃষ্টিপানের নেশা
হৃদয়ের গভীরে লিখে যায় মুখভার মেঘেদের সাংসারিক গাথা

ভালো থাকা, না থাকার সংশয়ে ফুটে ওঠা পরিজাতের গন্ধে
 স্বর্গময় আভা বিচ্ছুরিত করে প্রিয় অক্ষরে বোনা কাব্যগুন
লিখিত হয় আনন্দরূপ ইশ্বর ; হৃদয় জারিত মানস প্রতিমা

গান ভেসে ওঠে আজো চিরায়ত আলোর দৃষ্টিভ্রম রেখায়
শালুক ফুটেছে ডোবায়, হাঁসেরা খুঁটে খায় প্রেম প্রিয় বাংলায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...