বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কবিতায় -- সত্যম ভট্টাচার্য


একা


ট্রেন ছেড়ে চলে গেলে ফাঁকা স্টেশনে কি পড়ে থাকে 
এক তীব্র আওয়াজের পর 
অনন্ত স্তব্ধতা না কি দীর্ঘশ্বাস 

হাওয়ারা পাক খেয়ে ওঠে কোথাও কোথাও 

মন খারাপ হয় কি তাদেরও?
ইতিউতি ঘুরে বেড়ায় 

কুণ্ডলী পাকিয়ে থাকে একদুটো কুকুর 

কোনও এক ভবঘুরে  বেঞ্চে বসে একা একা 

তারও কি মনে পড়ে কোথায় কেটেছিল ছোটবেলার দিন

দূরে হেমন্তের ক্ষেত থেকে শস্য কেটে নিয়ে গেছে কেউ 
সেও পড়ে আছে শূন্য 
একবুক রিক্ততা নিয়ে খাঁ খাঁ করছে 

আমাদের মতো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...