সোমবার, ১৫ জুন, ২০২০

গুচ্ছকবিতা -- কবি প্রণব চক্রবর্তী

কবি প্রণব চক্রবর্তী

  

হোক না শ্লোগানই হোক


তবে কি তুমিও সেই কাপুরুষ স্তাবকের দলে
হাওয়া দিয়ে ফুলিয়েছো রাজার বেলুন

তবে কি তুমিও সেই পটলের ক্ষেত
শিয়ালের সঙ্গে বসে বানিয়েছো চুরির নক্সা

বস্তুত শেষ হয়ে যাবে
হাভাতেরা চৌপথীজুড়ে
বাজার জীবিকা স্বাস্থ্য
বাসস্থানহীনতা নিয়ে
ছিঁড়েখুড়ে ফেলছে নিজেকে
তুমি তাকে এসব ভুলিয়ে
হেঁদু না মোছলমান
ঠিক ভুল বোঝাতে আসলে
এদেশে হিসিস্থান সহজে মেলে না---
তোমার পোষাকে তার
দাগ নিয়ে বেড়াবে পুলটিস্

বরং নজর তোলো
চোখ খুলে দেখো
মানুষেরই বাচ্চা সব
থকথকে কিলবিল বস্তী প্রাসাদে

গরু বা শুয়োর ভেবে খোয়াড় প্রস্তাব
ফিরিয়ে নাও
তোমার গরুত্ব কিংবা শূকরজন্ম
স্বপ্নেও ভাবি না
বরং ভাবতে চাই
তুমি এক মহান মানুষ
সব জাতি ধর্ম সম্প্রদায়
যার পায়ে মাথা রেখে চিরতরে ঘুমোতে যাবে
রাষ্ট্র রক্ষায়

শিয়ালের সাথে নয়
বরং সখ্য হোক, শলা পরামর্শ
বুদ্ধিমান মানুষের সাথে
যারা জানে খাবার বাসস্থান স্বাস্থ্য শিক্ষাই
মানুষের প্রথম অমোঘ প্রয়োজন
তাদের সুযোগ দাও অর্জনের
এইসব প্রাথমিক
দাবি অধিকার.....




জলছবি বা ক্যালাইডোস্কোপ


যে সীমারেখা দিনান্তের দিকে যায়
কে যেন সেইখানে ইঁট পেতে রেখে দিয়ে
বেড়াতে গিয়েছে
আর
সকাল থেকে একটা বক এসে
এক পায়ে দাঁড়িয়ে রয়েছে
সেই ইঁটটারই পাশে

এমনই সম্ভাবনময় স্বপ্নের সাথে
বহুদিন সখ্য তার
নিয়মতান্ত্রিকতা থেকে বহুদূর তার বাড়ি
একদিন দেখা হতেই
মাথা উঁচু করে দাঁড়িয়ে বলল
কিসের টানে যে এত এত লম্বা
তোরা বাঁচতে থাকিস বছর বছর
ব্যাকরণটা কিছুতেই
বোধের কসরতে আজও আত্মস্থ
করতেই পারিনি

প্রতিটি দিনান্ত আমাকে তাই
স্বপ্ন দিয়ে যায়
অন্তঃসারহীন অস্তিত্ব যাপনের
নিরঙ্কুশ আলো অববাহিকা
বাধ্যত সব মুখগুলোই
অজান্তে কখন যেন আমারই মুখ
হয়ে যায়

আর যা কিছু
বক বা প্রতীক্ষা
সব তো স্বপ্নেরই বাই-প্রোডাক্ট !




মাখন প্রস্তাব

       
এক জীবন ধোঁকা খেলি       নানাবিধ ঢপে
কপালে ধম্মের গুঁতো          পাদানিতে অভাবি সংসার
যে দিকে তাকাবি সব         গোলগোল ভাষণের ভালো
কেউ বসে খাল কেটে         ভাসাচ্ছে ভালো করা ভ্যালা
কেউ নদী বেচে দিয়ে          দুপাড়ে কাশের ঢেঊ
তাড়া 'রে ঢোকানোর তালে  পাঞ্জাতে মাঞ্জা কষে       
        তেড়েফুড়ে ঢুকতে ব্যস্ত

কারও সব বেকুব বচনে      বাজারে মন্দির স্থানে
হল্লা করে যুদ্ধফুর্তি            বুদ্ধমূর্তি হাতে হেরিকেন
হাসিছেন পকেটে বাঁধা       বোমার রোয়াবে
খুলে দিলে ফুটে যাবে         গোয়াল বোঝাই এত
                  গাধা ছাগল
পথজুড়ে গরুগণ              রোয়াবের নাদি চোনায়
স্বয়ং ঈশ্বরের ঢঙে             দুমাড়ি দাবড়ে
        হেঁকে যাচ্ছে এখানে ওখানে  

তুমি এক খোঁয়াড় বিলাসী     ভেসে থাকা রপ্ত না হলে 
        একজন্ম বৃথা বিনিয়োগ      
        পরজনমে হোয়ো
ধুরন্ধর বিত্তভোগী              গলাবাজ রাজনীতি নেতা
        জনগণে একফুঁয়ে ভ্যানিশ দেখিয়ে
        হুশগাড়ি চেপে যেও এখানে ওখানে

লাল নীল সাদা কালো         পাখিদের বাড়ি
        পাখি যত্ন পাখি রত্নে উত্তাপ মেখে
        মাঝে মধ্যে দেশপ্রেমে হেঁচকি বিলিয়ো
তুমিও অ্যান্টিক হবে          এর তার জীপারে ন্যাপকিনে
        অমরতা টের পাবে চেয়ার হড়কালে !





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...