সোমবার, ১৫ জুন, ২০২০

দুটি কবিতা-- কবি শৌভিক দত্ত

 কবি শৌভিক দত্ত

পুনর্বাসন

                               
পুনর্বাসন বলতে আমরা যেভাবে অভ্যাস
দু এক টুকরো সাঁকো
উপমা চুপ আড়ষ্ট চুপ
সঙ্গমের পোশাক ওড়ানো ছায়া
শীতকাল, পরাগ বসছে না ইদানীং
গণতান্ত্রিক জল
চাবুক বসছে না
ছদ্মবেশ সেলাই হচ্ছে প্রতিদিন
চশমাপাড়ায় আগ্রাসন
স্বাস্থ্যকর কোনও ব্যায়ামের নাম
শব্দপতন শেষে
অক্ষরের অর্ধেকে
পাঠক আর উজাড় প্রতিফলন
যাবার কথা ভাবি
ডাক ঘুরতে থাকা শেকড়পিওনে......




ফেরারী

                                      
তাক টেনে নিচ্ছ
তুক গড়াচ্ছে জ্যোৎস্নায়
সিলেবাসে জল বসেছে নতুনের
আর সরকারী ঘুম
দেহ আলাদা হল না কিছুতেই
মোমদূরে দাঁড়িয়ে থাকা
তোমার দূরত্ববিলাস
নগর ভেঙ্গে আসছে শীত
বোতামের জ্বলানেভা

ফেরারী সফর শেষে
এই স্বাস্থ্যপাঠ
নৌকায় রেওয়াজ জমছে দেখো
মাঝিরাস্তায় পাখিরাও
বন্দর মাখছে দুহাতে ......




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...