কবি শুভদীপ আইচ |
কোয়ারানটাইন
এই সংকটকাল শুধু গৃহবন্দী করে তুলছে। এক তীব্র বাঘবন্দী খেলা।
অজস্র সময় পেরিয়ে পৌঁছে যেতে চাইছি নিরাময়ের দিকে।
বাঁধন এক আলগা সত্য।গিট খোলার আগে পর্যন্ত সে সুন্দর , মনোরম।সিনড্রোম কমে আসছে ক্রমে । তবু সঞ্চয় যা কিছু সেটুকুই উপুড় করে দিতে চাইছি হৃদয় থেকে হৃদয়ে অপেক্ষার আরেক নাম খড়খড়ি । তপ্ত দহন বেলায় কিছু জলীয় প্রত্যাশায় মুখ চেয়ে আছে জানালা । আকাশ জুড়ে কর্মব্যস্ততা । নীচে কর্মহীন পৃথিবী । শুকিয়ে যাচ্ছে বেঁচে থাকার ক্লোরোফিল ... প্রতিদিন মৃত্যুভয়ে ।
ত্রাণ আর তহবিল নিয়ে বিষাদগ্রস্ত মেহফিল । উন্মাদ আমি তবুও কবরে ফোঁটাতে চাইছি গোলাপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন