সোমবার, ১৫ জুন, ২০২০

কবিতায় -- কবি শুভদীপ আইচ

কবি শুভদীপ আইচ


কোয়ারানটাইন


এই সংকটকাল শুধু গৃহবন্দী করে তুলছে এক তীব্র বাঘবন্দী খেলা
অজস্র সময় পেরিয়ে পৌঁছে যেতে চাইছি নিরাময়ের দিকে 
বাঁধন এক আলগা সত্যগিট খোলার আগে পর্যন্ত সে সুন্দর , মনোরমসিনড্রোম কমে আসছে ক্রমে তবু সঞ্চয় যা কিছু সেটুকুই উপুড় করে দিতে চাইছি হৃদয় থেকে হৃদয়ে অপেক্ষার আরেক নাম খড়খড়ি তপ্ত দহন বেলায় কিছু জলীয় প্রত্যাশায় মুখ চেয়ে আছে জানালা আকাশ জুড়ে কর্মব্যস্ততা নীচে কর্মহীন পৃথিবী শুকিয়ে যাচ্ছে বেঁচে থাকার ক্লোরোফিল ... প্রতিদিন মৃত্যুভয়ে
ত্রাণ আর তহবিল নিয়ে বিষাদগ্রস্ত মেহফিল উন্মাদ আমি তবুও কবরে ফোঁটাতে চাইছি গোলাপ








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...