সোমবার, ১৫ জুন, ২০২০

কবিতায় -- কবি নাদিরা

কবি নাদিরা 

ধ্বংসস্তূপ তৈরীর আগে


নিজ হাতে ধ্বংসাবশেষে মাটি দেওয়া যায় না
তাই বন্যার পর ভেসে আসা পলি ভরে...
বহুদিন সাধনার শেষে স্বপ্ন মিথ্যে হয়ে গেলে
পাথরের কাঠিন্য বুক চিরে ফলা হয়।
তীব্র শোণিতে স্তব্ধিত ঘর বা পাখি
তোমরা পাহাড় নদীর অর্থ পেলে আমি মাটি গুনি,
প্রলাপ বকতে গিয়ে আগুনের অর্থ খুঁজি
রোদ্দুর দিনে কাদা শুকোতে দেখে ক্ষতে প্রলেপ দি।
মৃত্যুকামনাই নাকি মানুষের শেষ ইচ্ছা হয়
তবুও মরার আগে কাহিনী না জমলে হা হুতাশ কাঁদা যায় না....
আমার কবর নীরবে খুঁড়বো ; পাখিদের শান্তি ভাঙতে চাই না
আমার হাতে পবিত্র কঙ্কন থাকবেনা...
তাই নগ্ন হবার প্রস্তুতি করতে সাজবো না।
সূর্য উঠলে আবার আসবো আলো নিতে
ততদিন মশালে পুড়ে ছাই হয়ে যেতে দাও...





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...