অবিশ্বাসী
কবি সুমন মল্লিক |
সুখ আমাকে কঠিন পাথর করে রেখেছে,
অ-সুখ করে রেখেছে শত ঘূর্ণিময় তরল ৷
শূন্যতা একটা শিসমহল – ভেতরে কোন
আশ্রয় নেই আসলে, সব আশ্রয় হারিয়েছি
দুটি শান্ত নির্বিকার ঠোঁটে ৷ কেন জানি না
আজও বিশ্বাস করতে পারি না অনুপস্থিতি,
শুধু মনে হয়, বর্শাফলার মতো তার আঙুল
আমাকে ছুঁতে চাইছে, কিংবা আমিই একটি
বর্শাফলার মতো ছুঁতে চাইছি তার আঙুল...
এই যে সারাজীবনের শাস্তি – এরই মাঝে
মাথা রেখে খুঁজি অনুদ্বিগ্ন প্রাণের আরাম ৷
বিবশতা একদিন এত সুন্দর হবে ভাবিনি !
যেমন ভাবিনি, ভাঙা সাঁকোর প্রান্তে দাঁড়িয়ে
আমি একদিন হয়ে উঠবো ঘোর অবিশ্বাসী !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন