সোমবার, ১৫ জুন, ২০২০

কবিতায় -- কবি সুজয় নিয়োগী



কবি সুজয় নিয়োগী
  খেলা


সম্পর্কগুলো কেন জানি
চুপিসারে পারস্পরিক জায়গা বদল করে
আপন - পরের সমীকরণ
মুহূর্তে বদলে যায় সু্যোগ বুঝে
জীবনের রঙ মিলান্তি খেলায়
পরাভূত  যোদ্ধা আমি,
আজ অনেকই মুখ টিপে হাসে,
আমায় দেখে আড়চোখে
কে জানে হয়ত ওই ক্যাপশনের মতো বলে
'খেলা খেলতে জানতে হয়
নইলে- পিছিয়ে পড়তে হয়'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...