সোমবার, ১৫ জুন, ২০২০

কবিতায় -- কবি শুভঙ্কর পাল

কবি শুভঙ্কর পাল



অফবিট কবিতা


নদী শুকিয়ে এসেছে চৈত্র শেষে
কাদামাটি ও জলের প্রলাপে নদীও মন্থর
নৌকোরা টিমটিম আলোর ভিতর
খোলা আকাশে বিন্দু বিন্দু
জোনাকিরাও সারারাত গুল্মের ঋণ
ঘোড়ার ধূসর রঙ ধুয়ে যেতে দেখি ব্রীজের উপর থেকে

এখানে  খোলা হাওয়ায় নীল ওড়না
তোমার চুলের গন্ধ মাখা
ক্যাপশন বদলে
ছড়িয়ে যায় বব ডিলাণের গান
কয়েকটি হাজার পেরিয়ে যায় গাছেদের ছায়া
ডিজিটাল ক্লিকে
সাদাকালোর চশমাটা চৈত্রের রঙিন
সমুদ্র খুলে দেয় প্রশস্ত পিঠ
ঢেউ -এর চুমু আর চুম্বকের উত্তর -দক্ষিণ

মোহনার কাছেই নদীদের ঘর
পুঞ্জীভূত দ্বীপের ভিতর অস্তিত্বের ঘুম
খোলা জল ও প্রতিবেশ যেন তাসের উল্টোপিঠ
দূরে মিয়ানো আলোয় গঞ্জ , হাট
পানশালা ঘিরে বিরক্তিরা ফিরে যায়





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...