কবি সোমা সাহা পোদ্দার |
ফিরে আসা
শূন্যতা ভাঙ্গছে রোদবল
শহরতলী ছাপিয়ে ওরা ছুটছে-
ঘরে ফেরার দরজা খুলতে খুলতে ওরা এখন ক্লান্ত
ফিরে আসা মানুষও কিছু শূন্যতা বয়ে আনে
ঝুল সরিয়ে সিঁড়িপথ হাঁটি
ঘিরে থাকা আবাসনের সতর্কতা
আজকাল শব্দ বাতাসেও
ফাঁকে ফাঁকে ছুঁয়ে দেখি
পাতাহীন গাছেদের কথা
চশমায় রোদ লেপা বন্ধুত্বের ওপারে
অস্থির ডানায় মেঘের ছোটাছুটি
হারানো বিকেল ঘুঙুর
পায়ে মিশে যেতে থাকে
সব হারিয়ে যাওয়া-ই কি ফিরে আসে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন