বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
কবিতায় -- সমর দেব
মাঝখানের দরজা
তিমি নিয়ে কথা
হচ্ছিল আমাদের
সেসময় আলো
আর অন্ধকার নিয়ে
ছিনিমিনি খেলা
বাঁদরকে ভালোবাসা যায় বলো অথবা সে
নেহাতই ঘৃণার
পাত্র
গরম ভাতের সামনে
বসে জুলজুলে
চোখ তীব্র
সকালের মতো
অস্বচ্ছ পর্দার ওপারে
জমে ওঠে
ডিজের তুমুল
উল্লাস
এইদিকে ভাত এইদিকে
খানিকটা উষ্ণতা
স্বপ্নের ভ্রম
ফ্যাতাড়ু-বিলাসে দেখো
ধোঁয়া ওঠে
দিব্য ভাতের
ওপরে
ফেরানো যায় না
জন্ম ফেরে
না স্বপ্ন
আর মানবিক
সাধ
মাঝরাতে চরাচর কেঁপে
উঠলে ভূকম্প-ত্রস্ত কাক
সেরকম ধুন্ধুমার কই,
তখনও পতপত
ওড়ে উদ্ধত
পতাকার রং
বাসনা বিলীন ওই
নাগরিক রাতের
বিস্ময় পেঁচার
চোখের মতো
হাভাতে সময় আয়
ভাই পটি
খুলে দিই
তোর নিঃস্ব
দুচোখে
রাতের পর রাত
তারপর আরও
রাত আরও
হিম
হৃদয় বন্ধক রেখে
সময় নিশ্ছিদ্র
পরিত্রাণহীন মৃত্যুতেই
এখনও মধুর বিলাস
এখনও সম্ভ্রম
আর চরম
মোক্ষের
প্রান্তরে জমাট বিষাদ
গোলাপ-বাতাসে
ভাসে মধুঘ্রাণ
আহা !
কবিতায় -- উত্তম চৌধুরী
সহজকথন
এক রাস্তার ভেতর থেকে রাস্তা
বেরিয়ে এসে
তোমাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে
দেবে টানাপোড়েনের মুখে--
যেখানে শুধুই বাদামি রং, যেখানে
ভাব ও ভাষ্যে
ওড়ে ডানাকাটা ফড়িং।
এক নদীর কাছ থেকে নদীকে ছিনিয়ে
নিয়ে বালিঘাটে
বেঁধে রাখবে। এরপর ঝান্ডাদের
ওড়াউড়ি, বসতি উধাউ।
হামলা, তোলায় বিপর্যস্ত বাতাসে
নেমে আসবে
পক্ষপাত আর গোড়া কেটে জলঢালা
প্রবচন।
এসব সহজকথন উলুবনে মুক্তো ছড়ানো
কিংবা ধরুন হরিঘোষের গোয়ালে কোনও
সুহৃদের
অসামান্য প্রবেশ আর নির্লজ্জ
প্রস্থান।
কবিতায় -- সৈয়দ ওয়ালী
খুনে-চোখ
বোধিদ্রুম যথার্থ বলেছিল—
কোনো না কোনো এক রাতে, ছড়িটা, পস্তাবে;
হ'লোও তাই, ধরেছে একেবারে জাত-সাপে!
ছড়ি হে! কাহারে তুই রাঙাসরে চোখ?
খুনে-চোখ বুমেরাং হতে
কেবলই নেয় যে সময় ওরে নির্বোধ!
ছড়ি হে! ইতিহাস থেকে শিখলি-টা কি?
হিতোপদেশ বুঝি, কেবলি—
আর পাতে তুলে দিয়েছিলি?
জানতিস-ই তো—
নেতি থেকে কখনও জন্ম নেয় না ইতি
তবু কেন নেতির পাঁকেই জাঁকাল মিছিল, হুড়োহুড়ি!
বোধিদ্রুম পুনঃপুন বলেনি কী—
'কোনো না কোনো এক রাতে, সাদা কী কালো পাপ
ঠিক ঠিক খেয়ে যায়
জাত-সাপে!
খুনে-চোখ ফিরে আসে বুমেরাং রূপে!'
কবিতায় -- বিশ্বনাথ লাহা
স্বপ্নের ফেরিওয়ালা
আঁধার মঞ্চে দর্শক সেজে বসে আছি
অভিনয়ে কারা... কিছুই জানিনা
পাশের চেয়ারে মানুষের গন্ধ খুঁজি
কেউ কি আছো ?
মঞ্চে অথবা বিপরীতে
যেখানে যার যেমন থাকবার কথা
যেমনটি টিকিটের গায়ে দাম
আর সব লেখা নাম... কোথায় !
আমি কি ভুল করে
এক অন্ধকার থেকে আরেক অন্ধকারে
নাটকের টানে গুনছি প্রহর !
আলোটা জ্বালিয়ে দাও
দেখি আর কারা ?
নাকি আমি একাই ' স্বপ্নের ফেরিওয়ালা '
সাথে শুধু এ অনন্ত বেহুলার ভেলা ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক
উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা। আর উৎসব সংখ্যা ছাড়া উৎ...
-
শেষ বর্ষা মেঘ ফুরোচ্ছে। একটা আত্মতৃপ্তি লিখতে চেয়েছিলাম। কিন্তু মুখ ভার করছে স্মৃতিরা। ফুটন্ত ভাতে নোনাজল থৈথৈ করছে। রেডিও তে তখন গম্ভী...
-
সুরমা গাঙর পানি: দেশভাগ ও নিম্নবর্গীয় মানুষের জীবন আখ্যান প্রলয় নাগ ‘ ‘বোদলেয়ারের বন্ধু থিয়োফিল গোতিয়ের একটি অণু-কবিতায় জান...
-
চোখ সন্তোষ সিংহ তোমার চোখ যেন পর্বতশীর্ষে নবোদিত সূর্য আমার দিকে মেলে ধরেছ, যেন মেলানো পুস্তক অবলীন আর আমি ক্রমাগত আলোকিত হচ্ছি ছড়ানো...