বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- মনোজ পাইন



\
শুশ্রূষা                                                                                                              
বড় শুশ্রূষা প্রয়োজনশেষ পর্যন্ত রাজাকেই
 আসতে হবে শুকনো নদীটির কাছে  সার

বীজ এসব ছেলেভুলানো গল্প দিয়ে কৃষকের পেট
ভরানো খবরে গ্রাম মাতে নাকৃষকও উঠে যেতে

চায় শহরেসরতে সরতে নদী; চাষের জমি ;আলের ধারে গড়ে
উঠছে রির্সট!কোন মায়ার সাম্রাজ্য গড়ছি

আমরা? চন্দনের বনের গল্পে মশগুল আমরা ভুলেছি
 কিভাবে খলখলিয়ে উজানে উঠতো  জলঢোড়া সাপ

দুধসাদা বক ধীর পায়ে মৃদুল ঢেউ তুলতো শালুকের
জলেপ্রতিটি রাত্রিযাপন আমাদের মেকি উল্লাসের

কাছে!সেখানে গ্রাম এসেছে অনিবার্য ভাবে দুখিনী কোন মেয়ে!
কখনো কী ভেবেছে রাজা গ্রাম আসলে

বৌদ্ধ ভিক্ষুনীর বেশে জন্ম জন্মান্তর হৃদয়ে পুষেছে
পাখি ;আর শহর তার খাচার ভিতর নিত্য রচনা করে

 আরেকটি নতুন শহরতাই কালান্তর শোক  মুছে  রাজাকেই
বলতে হবে গ্রামীন চিকিৎসাকে সারিয়ে

তোলার কথাচাষীরা চাষ তো করবেই  ;শুদ্ধকে অন্তত একবার
বলতে হবে -রাজা মশাই প্রনাম




                                                                                                                                                                 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...