অকথিত সংলাপ
ঝড়
দূর্বার বেগে রোধ
করে পথ
আমি অবিচল দূর্মর।
বাতাস
জানালা ভেঙ্গে সে
হঠাৎ ঢুকেছে
আমি তীব্র সাতাশ
রোদ
খাঁ খাঁ আলোয়
পুড়িয়ে দিয়েছে
করব না প্রতিরোধ।
বন্যা
ছাপিয়ে যাক না
একূল ওকূল
এক পা-ও সরব না।
দুর্ভিক্ষ
আজ চার দিন
জ্বলেনি উনুন
বাগানে দেবদারু বৃক্ষ।
ভূমিকম্প
ফাটলে চুরাশি ঢাকা
পড়া শিশু
উঠোনে বুড়োর গল্প।
মেঘ
আকাশে জমছে ঘন
বারুদ
বাড়ে তৃষ্ণার বেগ।
প্রেম
বপন করেছি যত
অকথিত সংলাপ
সেখানে ফুটেছে আজ
অসংখ্য রক্ত-গোলাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন