বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- সূরজ দাশ



আলপথে স্নেহ মায়া রোদের সতেজ              



একটা সকাল আর
একটা বিকেল পাখি
ভুবন মোহিনী সুরে
চাঁদের ভূগোল হয়

পা বাড়ার সাথে সাথে
বাঘেরা সিংহ হয়
চোখে জল ছোঁয়া মাত্র
শুরু হয় ঘন্টাধ্বনি

এই ভীত মেঘমন
আলুথালু মহাকাশে
বেলা ঘুরে দিন শেষে
ছাদের কার্ণিশে বসে

আলপথে স্নেহ মায়া
রোদের সতেজ প্রীতি
এইসব মাখামাখি
পাশাপাশি বসে থাকে

একটা  প্রেমিক ভোর
আর তার চারদিকে
ছড়িয়ে ছিটিয়ে থাকা
উতুল পুতুল রোদ

আমার দরদিয়া
পা রাখার জন্য স্নেহ
আর দাঁড়াবার জন্য
দিও শান্ত বৃক্ষছায়া



                                                                                                                                           


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...