বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- অজিত অধিকারী




প্রথমদফার অডিট                                                  

আজ এই প্রভাতে আমি অভিট  রিপোর্ট পেশ করছি

আমার একটি ভবঘুরে মন  এবং একটি কবিতা প্রবন হৃদয়
আয় ব্যয় মেলাতে পারি না
ফলত লসে রান করে  জীবন

আমার স্থাবর সম্পত্তি বলতে আকাশ নদী
পাড়া পাড়া ঘুরে বেড়ানো এক কবিতার নেশা

পাপ দুএকটাতো করেছি হয়তো
পূণ্য করতে এখন ভীষণ চাই

ঈশ্বর তোমার কাছে না মেলা অডিট রিপোর্ট  আজ পেশ করি
আমাকে পূণ্য সষ্ণয়ের ট্রেনিং দেওয়া হোক

পশু পাখি খাওয়ানোর একটা ফান্ড দেওয়া হোক
আর একটা মন দেওয়া হোক যাতে তোমার ইচ্ছার কথা
মানুষের কাছে তুলে ধরতে পারি

জীবনের অডিট যেন ঠিকঠাক পেশ করতে পারি





                                                                                                                                                                 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...