শিরোনামহীন
শেষ হয়না এখনও
শীত ছোঁয়া সোয়েটার
পথ
পাতাঝরা মোচন কোথাও
ভুলাইয়া খুলে নেয়
মেরুন
সবটুকু দেখাশোনা এমনই
পীড়াদায়ক
যেতে যেতে যাকিছু
ফুলরং
রাত ঘসটে দেয়
আলো
দোলনায সওয়ারী আনচান
সূচ মধ্যবর্তী টান
টান ওম
সেলাই নেমে আসে
কথাদের
উত্তেজক সেবন এরূপ
ধমনী খেলায় মাতে
অপলক
কাহারবা লিপস্টিক ধরে
আলোড়ন ধরে গালের
উঠোন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন