সহজকথন
এক রাস্তার ভেতর থেকে রাস্তা
বেরিয়ে এসে
তোমাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে
দেবে টানাপোড়েনের মুখে--
যেখানে শুধুই বাদামি রং, যেখানে
ভাব ও ভাষ্যে
ওড়ে ডানাকাটা ফড়িং।
এক নদীর কাছ থেকে নদীকে ছিনিয়ে
নিয়ে বালিঘাটে
বেঁধে রাখবে। এরপর ঝান্ডাদের
ওড়াউড়ি, বসতি উধাউ।
হামলা, তোলায় বিপর্যস্ত বাতাসে
নেমে আসবে
পক্ষপাত আর গোড়া কেটে জলঢালা
প্রবচন।
এসব সহজকথন উলুবনে মুক্তো ছড়ানো
কিংবা ধরুন হরিঘোষের গোয়ালে কোনও
সুহৃদের
অসামান্য প্রবেশ আর নির্লজ্জ
প্রস্থান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন