জলের মতো
আমি তো জলের মতো
সহজেই মিশে যাই
অবিশ্বাস করিনি কখনো।
অথচ এদিকেই কেন নিশানা
উড়ে আসে টুকরো টুকরো কাচ!
বিকেলের কবিতা
এই কাটা হাত-পা নিয়ে কতদূর যেতে পারি বলো?
তাই সারাদিন তোমার জানলার
পাশেই থাকি।
বিকেলের দিকে কবিতা পড়তে পড়তে
যখন আনমনে খসে গেছে তোমার আঁচল
পাখির মতো তোমার ডালিমে ঠোক্কর দিতে চাই খুব
টুকুস-টুকুস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন