বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- অমিত গোলুই


ধূসর



অত জোরে হাঁটিস না
আরে , ছুটছিস কেন , অলিগলি পথ ,
যদি হারিয়ে ফেলি তোকে ?

দাঁড়া ! পেরোস না সীমানা
কী আছে সীমানার ওপারে ,
শুধুই , ধূসরতা ছাড়া ?
এখানে দেখ , কত রঙিন আলো ,
কত আনন্দ

সীমানার ওপারে দাঁড়িয়ে ,
হাসিতে লুটিয়ে পড়তে পড়তে বলে ,
এস , এখানে এসে দেখো ,
তুমি যাকে রঙিন ভাবছ ,
এখান থেকে তাকেও ধূসরই লাগছে






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...