বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- পঙ্কজ ঘোষ

আলোকথা                                                                   
   

শুধু প্রেম লিখে যাওয়া ছাড়া

আমাদের আজ আর কোনো কাজ নেই

গভীর এই বিচ্ছেদের দিনে

মিলনের কথা ছাড়া আর কিছু নেই

এই কালো দীর্ঘ অমানিশায়

জোছনার গল্প ছাড়া বাকি সবই অর্থহীন খুব

জটিল যাপনের এই অন্ধদিনে

আলো যেন লিখে যাই শেষ নিঃশ্বাসেও

যেন সমস্ত 'আমিমিলে

'আমরাহয়ে হত্যা করতে পারি

চতুর্পাশ্বে ঘিরে থাকা বিষাক্ত বাতাস।।।




                                                                                 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...