বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- মলয় পাহাড়ি



হাতের মাটি                                                     

হাতের যা কিছু সব ফেলেদিয়ে দেখতো
অবশিষ্ট মাটিটুকু ফেলেদিতে পার কিনা?
বহুবার ধুয়ে নিয়ে দেখো,  সে হাতে মাটি লেগে থাকে

কখনও ভুলে যাই মাটির দাম দরদ

সবুজ পাতার থেকে বেশী দাম দিয়ে ঠান্ডা
কিনে আনি, জানি স্বাগত ...
হে শীতল, হে মৃত্যু ...

আমার ভূগোল এত উষ্ণ কোনদিন ছিল না
মুমূর্ষু সদ্যোজাত কে বাঁয়ে ঠেলে এত তপ্ত
বাক্য বিনিময় কোনদিন  হয়নি

তোমার বাতাস প্রত্যাখ্যান করে সাদা
কাপড়ে মুড়ে বাপের হাতে উঠে আসে দেহ, 
ইঁটের ঋন এবার তো শোধ হয়েছে !

ঠোঙার উজ্জ্বল গরিমার ভিতর কখন রঙ ফুটেছিল কেউ দেখেনি,
নতজানু হয়ে চুম্বন করেনি শিরে,
হয়ত ভেবেছিল...

ভেবেছিলে সময় আছে 
মাটি শুকিয়ে গেলে সে ক্ষতি কি ফেরত পাওয়া যায়!






                                                                                                                                                                   


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...