বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- দীপান্বিতা রায় সরকার


আমাদের এত রোদ ছিলো



ঘুরে থাকা চোখ,
মিলে গেল আলোক প্রহরে,
জমা সম্বিৎ সব এলোমেলো|

গোপন কুঠুরি বোঝেনি কেন,
আমাদের এত রোদ ছিল!

দ্যুতি থেকে দ্যুতি,
যেটুকু ভ্রুকুটি
বজ্রের বুক, আজ তুমি নিতে পারো|

ক্রমশ প্রকট ,
এক শিরোনাম ,
হায়, আমাদেরও এত রোদ ছিল|




                                                                                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...