বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- মধুমিতা চক্রবর্তী




অন্তর্জলি                                                                   


আহ্!  বিষাদ আনন্দস্বরূপ হয়ে এসো তুমি,
অনিন্দ্যসুন্দর রূপময়
গ্লানিহীন, অভিসম্পাতহীন সময় ছুঁয়ে  প্রখর ঔদার্যে
মেলে দাও তোমার প্রশস্ত হৃদয়
তোমাকে ছুঁয়ে বেঁচে থাকুক তাবৎ বনস্থলী, পর্বত,নদী
জেগে উঠুক ঘুমভাঙা কৃষ্ণচূড়া অরণ্য, ছায়াগাছের তলে
ঝরে পড়া পাপড়িগুলো উদভ্রান্ত বাতাসে বেপথু উড়ে যাক

মনে রাখা খেলা বিস্মৃতির চেয়ে হননকারী জেনেও
একটি পাথর আজ ডানা মেলেছে পাখির মতো
একটি পাথর, পাথরকে ভালোবেসে  আকাশ ছুঁয়েছে...                                          






                                                                                                                                         



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...