গ্রামের রাঙাপথ দিয়ে ডাক্তার এখনো ফেরেনি
এমন শরৎকালের বিকালও ক্রমে শোকসন্তপ্ত
নিঝুম গোয়ালঘরে বুলু শুয়ে আছে
তার মাথায় কাছে রাখা কাঁসার বাটিতে তৈলাদির সোহাগ,
মনিবের দেওয়া গোয়াললতার সেঁক
আর অম্বু ডাক্তারের ফেরার পথ জুড়ে
আজ, শরতের নিষ্প্রাণ বিকালে, গোটা পাড়া
একটা বাছুরের মৃত্যুকালে
বুদ্ধদেবের মতো
স্থির হয়ে আছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন