বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- সম্পর্ক মণ্ডল




একটি গ্রামীণ মৃত্যুসংবাদ                                       


গ্রামের রাঙাপথ দিয়ে ডাক্তার এখনো ফেরেনি
এমন শরৎকালের বিকালও ক্রমে শোকসন্তপ্ত
নিঝুম গোয়ালঘরে বুলু শুয়ে আছে

তার মাথায় কাছে রাখা কাঁসার বাটিতে তৈলাদির সোহাগ,
মনিবের দেওয়া গোয়াললতার সেঁক
আর অম্বু ডাক্তারের ফেরার পথ জুড়ে

আজ, শরতের নিষ্প্রাণ বিকালে, গোটা পাড়া

একটা বাছুরের মৃত্যুকালে

বুদ্ধদেবের মতো
                   স্থির হয়ে আছে




                                                                                                                                                                   



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...