তুমি নীরব থাকলে আমার ভাঙন ছন্দ হারায়
নীরবতা ভেঙে গেলে স্বপ্নেরা পাখি হয়ে যায়
মধুর আবরণে এলোমেলো এগিয়ে যায় আগুন আর ডুবসাঁতার
বাঁধভাঙা দৃষ্টিপাত বৃষ্টিপাত সব সাজিয়ে রাখি মগ্ন এস্রাজে
রাত্রির ওপর নিজস্ব রাত্রি পেতে ঘুমোই , ঘুম ভাঙতেই দেখি
আকাশ তছনছ হয়ে গেছে
তোমার অনুভূতি থেকে সরে গেলে আমার ভাঙন অর্থ হারায়
বাউলবুক থেকে উবে যায় কবিতা আর সুতো কাটাকুটির খেলা
সময় পাথুরে মৌনতার অতলে তলিয়ে যায় ধ্বংসাবশেষের মতো
পাতার আঁচড়ে আঁকি অবিরাম উল্কাপাত
বেকাবু নোনা বিলাপ
শোকের শেষ বিন্দুতে এসে থমকে দাঁড়াই, চমকে যাই
নিষ্পলক দেখি –
আমার ছন্দহীন অর্থহীন ভাঙনের মাঝে তুমি স্থবির দাঁড়িয়ে আছো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন