বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- দেবজ্যোতি রায়





ত্রিভুজ                                                                        

আমাদের একটা চৌকো বাড়ি ছিল
আর সেই চৌকো বাড়িতে ছিল
চৌকো চৌকো ঘর
সেইসব ঘরে আমাদের চৌকো সংসার
আমার চৌকো বাবা একবারই একদিন
একটা চৌকো অঙ্ক পারিনি বলে তার
চৌকো হাতে
সপাটে একটা চৌকো থাপ্পড় আমার
চৌকো গালে
সেই থেকে আমার চৌকো অঙ্কে ভয়

সেই থেকে সারাজীবন আমি শুধু ত্রিভুজেরই
স্বপ্ন দেখি














                                                                                                         


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...