বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- রাজীব পাল


হ্যালুসিনেশন                                                   


ভাজাপোড়া খেয়ে জল খেতে নেই

ফল খেয়ে নাকি জল খাওয়া বারণ


প্রতিটি মাতালের বউ জল শব্দটাকে ঘেন্না করে


জল আর জলপাই নিয়ে লেখা হয়ে গেছে আস্ত একটা নাটক


জল থেকে তুলে আনা হচ্ছে

স্বীকৃতি হীন ভ্রুনের মা আর

কাজ না পাওয়া যুবকের লাশ


সারা পৃথিবীর জলে এত লবন

এত চিল্লাহল্লা, এত বদনাম


তবু আশ্চর্যের! মরার আগে মানুষ

শেষ বারের মত জল খেতে চাইছে



                                                                                                                                                                   



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...