বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- সৈয়দ ওয়ালী





খুনে-চোখ                                                  



বোধিদ্রুম যথার্থ বলেছিল
কোনো না কোনো এক রাতে, ছড়িটা, পস্তাবে;
'লোও তাই, ধরেছে একেবারে জাত-সাপে!

ছড়ি হে! কাহারে তুই রাঙাসরে চোখ?
খুনে-চোখ বুমেরাং হতে
                কেবলই নেয় যে সময় ওরে নির্বোধ! 

ছড়ি হে! ইতিহাস থেকে শিখলি-টা কি? 
হিতোপদেশ বুঝি, কেবলি
                   আর পাতে তুলে দিয়েছিলি? 
জানতিস- তো
নেতি থেকে কখনও জন্ম নেয় না ইতি
তবু কেন নেতির পাঁকেই জাঁকাল মিছিল, হুড়োহুড়ি!  

বোধিদ্রুম পুনঃপুন বলেনি কী
'কোনো না কোনো এক রাতে, সাদা কী কালো পাপ
ঠিক ঠিক খেয়ে যায়
জাত-সাপে!  
খুনে-চোখ ফিরে আসে বুমেরাং রূপে!' 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...