শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- দেবজ্যোতি রায়



ঘোড়ারোগ


আমার ঠাকুরদার স্বপ্নে ঘুরে বেড়াত বন্য ঘোড়ারা
আমার বাবার স্বপ্নে
আমারও

আমার ঠাকুরদার ওইরূপ ঘোড়া ছিল না
আমার বাবার ওইরূপ ঘোড়া ছিল না
আমারও

তবুও ওইরূপ ঘোড়ারা এসে স্বপ্নে দেখা দিয়ে গেছে তিনপুরুষ ধরে আমাদেরকে
তিনপুরুষ ধরে আমাদের স্বপ্নে তারা
খেয়ে গেছে ঘাস
চড়ে বেড়িয়েছে আমাদের স্বপ্নের মধ্যে

একে কি আপনি ঘোড়ারোগ বলবেন?

মানুষের এইপ্রকার ঘোড়ারোগ থাকা ভালই

কী বলেন আপনি?

৫টি মন্তব্য:

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...