শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায়


জিরো ল্যান্ড


অথৈ কান্নার ভেতর চুপ থাকা আমাদের গল্প
আমাদের গল্প বলতে পরস্পর শ্রেণীগত ভিন্নতা
যা মুক্তির লক্ষ্যে ক্রমাগত দোদুল্যমান
আমাদের গল্পে আছে ইতিহাসের বেগার খাটা শ্রম
হাড়ভাঙ্গা শব্দের ঐকতান
আশ্চর্য সব বোবা মুখ

মানুষের কণ্ঠস্বর জানতে গিয়ে আমরা হাজির হয়েছিলাম নদীর ভেতর
আশ্চর্য গুহামুখে রাত্রি আমাদের বিষিয়ে তুলবার চেষ্টায় পাহারা দিচ্ছিল সামরিক বাহিনী
--"আপনারা তাহলে তো দেশদ্রোহী"-
একটা কথা কিছুতেই বোঝাতে পারছিলামনা যে আমাদের না আছে দেশ না আছে সমাজ
মরার পর সনাক্তকরণ হিসেবে "মানুষপরিচয় পাওয়া টাও বেশ দুষ্কর

বিরাট জলপ্রপাতের মুখে আমরা এসে দাঁড়িয়েছি
একদিকে যেমন রয়েছে অদম্য বাঁচার লড়াই

অন্যদিক ছুঁয়ে বসে আছে নিজেদের প্রতি ঘৃণা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...