শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- পীযূষ সরকার



আকার
       

দূর থেকে তোমাকে পাগলির মতো লাগে
কাছে এলে বেদের মেয়ে জ্যোৎস্না
মাঝে মাঝে কারন ছাড়াই হাসো ,কান্না করো
আঙুল দিয়ে সাপের খেলা দেখাও
তোমাকে চিনতে চিনতে আমার জন্মান্তর হলো
আমি এখন বাউল গাইতে পারি না
একতারা ভুলে গেছি
নদীর কাছে যেতে লজ্জা পাই
আমার হাতে গীতা , বুকপকেটে ব্লেড
মৃত্যুর চুল শুঁকে নেশা করছি আজকাল

এই যে আকার

একে তুমি মানুষ ভেবো না..


1 টি মন্তব্য:

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...