রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- উত্তম চৌধুরী



 নির্মাণকথা 





সে এক স্বপ্ন তুমি বুনে যাচ্ছো হেমন্তের মাঠে


প্রতিদিন অন্ধকার কেটে কেটে উঠে আসছে
অবিশ্বাস্য প্রত্যয়ের মুখ রোদের শরীর থেকে
বীজ নিয়ে আশ্চর্য নির্মাণ

বিপ্রতীপ গান তুমি শুনে যাচ্ছো পাথরে পাথরে

প্রতীক্ষার ঘরে শুধু বেড়ে উঠছে প্রজন্মের ছায়া
যা আজ রহস্যের পিঠে,
যা আজ জগদ্দল শিলার মতো ভারী
তার কানের পাশে মুখ রেখে বসে আছো
প্রকৃত চালক


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...