সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- অরুণাভ রাহারায়

  দুর্বা 


বসন্ত রচিত হলে আলো আসে ঘরে

এমন উদ্যান হবে সমস্ত উঠোন ফুলে ভরা
তারা যেন নামে মাঝরাতে
ফেরি পারাপার হয়ে দুর্বাটি দাঁড়ায়... 
বিদায় অনেক প্রভু, বসন্তের দিন
চতুর্দিকে হরকরা উঠেছে রঙিন

কে আমাকে নেবে সেই অলৌকিক ভোরে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...