শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

কবিতায় -- গৌরব চক্রবর্তী


ছায়াগানপিতৃপক্ষে জাগো


চেনা রিংটোনে ফোন বেজে উঠলে শুরু হয়
পুনরায় আলোর পরব
পিতৃবেদনার দায় নিয়ে দাঁড়িয়ে থাকা এই অন্ধকার--
পুনর্বার সমর্পণের দিকে ঢেলে রাখে অনুপম আতর
পুরোনো সংগীতের ফ্যাকাসে হয়ে যাওয়া অংশে
লেগে থাকা
বিস্মৃতির ঘ্রাণ থেকে উড়ে যায় প্ররোচনাগুলি

চেনা রিংটোনে লেগে থাকা ধুলো
ছড়িয়ে পড়তে থাকে গানের মুদ্রায়
মনে হয়,

দ্রৌপদী স্নানের আগে খুলে ফেলছেন কবরীবন্ধন

1 টি মন্তব্য:

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...